
আবু বকর সিদ্দীক
বার্তা প্রেরক
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় কেন্দ্রীয় কর্মপরিষদের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, দেশ এখন চতুর্মুখী সংকটে নিমজ্জিত। সময় যত গড়াচ্ছে সংকট তত ঘনিভূত হচ্ছে। এই সংকট থেকে মুক্তির জন্য অবৈধ সরকারের পতনের বিকল্প নাই। ফ্রান্স, আমেরিকা ও ভারতের তাঁবেদারদেরকে এদেশের স্বাধীনচেতা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। প্রিয় নবীজির সা. অবমাননাকারী ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে জাতিকে অপমান করা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরণের টানবাহানা মেনে নেয়া হবে না। জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের লক্ষ্যে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তৃণমূলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে গণ জাগরণ তৈরি করছে অচিরেই তা সরকার পতন আন্দোলনের রূপ পরিগ্রহ করবে।
জনাব নেছার উদ্দিন আরও বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সকল নেতা-কর্মীদেরকে ইসলাম ও দেশের প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই দেশ আমাদের। এর স্বাধীনতা-স্বার্বভৌমত্ব আমাদেরকেই রক্ষা করতে হবে।
বৈঠকে দফতর ভিত্তিক মাসিক প্রতিবেদন পর্যালোচনা, চলমান কর্মসূচিগুলোর তদারকি, পরবর্তী কর্মসূচি নির্ধারন করা হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী আহমদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মাস্টার মিনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল আমীন, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতী জোবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতী আবদুজ্জাহের আরেফী, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা এস এম আজিজুল হক, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী হোসাইন মুহাম্মাদ কাওছার বাঙ্গালী, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, অর্থ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, দফতর সম্পাদক এম এ হাসিব গোলদার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আ হ ম আলাউদ্দিন, শিল্প ও বানিজ্য সম্পাদক প্রকৌশলী এহতেশামুল হক পাঠান, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইউনুস তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক প্রফেসর ইমতিয়াজ আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুফতী শেখ মুহাম্মাদ নূরুন-নাবী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মাদ তৌফিক ইমাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মিজানুর রহমান, প্রবাসী কল্যাণ সম্পাদক মুফতী ফয়জুল হাসান চৌধুরী, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক মুফতী মোস্তাফিজুর রহমান, উপ-সম্পাদক মাওলানা আবুল হাসান রায়হান, মুহাম্মদ মনিরুল ইসলাম।