ইসলামী আন্দোলন এই সরকারের অধীনে কোন পাতানো নির্বাচনে অংশ গ্রহন করবে না : সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী

ইসলামী আন্দোলন এই সরকারের অধীনে কোন পাতানো নির্বাচনে অংশ গ্রহন করবে না : সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী

থানা কার্যক্রম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, এই সরকারের অধীনে কোন পাতানো নির্বাচনে অংশ গ্রহন করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ (৩ মার্চ) শুক্রবার বেলা ৩টায় রাজধানীর কদমতলী থানা আওতাধীন ৫৩ নম্বর ওয়ার্ড কমিশনার মোড়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন কদমতলী থানা শাখা আয়োজিত ৪র্থ থানা যুব সম্মেলনে থানা সভাপতি মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যে উচ্চমূল্যে ইতোমধ্যেই জনগণের নাভিশ্বস উঠেছে। এর মধ্যে নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণদুর্ভোগ আরো বৃদ্ধি করবে। সাধারণ মানুষের কষ্ট আরো বাড়বে। জনদুর্ভোগ না বাড়িয়ে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতী শওকত উসমান, উপ সম্পাদক মুহাম্মাদ আব্দুল গফুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা সভাপতি ক্বারী মাওলানা মাসউদুর রহমান চাঁদপুরী।

সম্মেলনে শেষে ২০২৩-২০২৪ সেশনের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

এতে সভাপতি হাফেজ আহমদ আলী হাবিব, সহ-সভাপতি মোঃ জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জসিম উদ্দিন এর নাম ঘোষণা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা শাখার নেতৃবৃন্দ।