
বার্তা প্রেরক
মাওলানা আব্দুস সালাম
গতকাল (১৯ মে) শুক্রবার দয়াগঞ্জে বাদ এশা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন গেন্ডারিয়া থানা শাখার ৪০নং ওয়ার্ড কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গেন্ডারিয়া থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ হেলাল শেখ।
এ সময় প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ৪০নং ওয়ার্ডের আগামী ২০২৩-২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে হাবিবুর রহমান রবিন, সহ-সভাপতি মোঃ রোকন খান ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান সজিবের নাম ঘোষণা করা হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গেন্ডারিয়া থানা আওতাধীন ৪০ নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গেন্ডারিয়া থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ গোলাম মোস্তফা কাজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রেহান উদ্দীন জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হযরত আলী প্রমুখ।