
গতকাল (২৯ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর মাসিক বৈঠক অনুষ্ঠিত।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আল আমীন সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়ালীউল্লাহ্ তালুকদারের সঞ্চালনায় মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে কুরআন তেলাওয়াত করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উপ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল গফুর।
উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ তসলিম উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক কে এম নাসির উদ্দিন, দফতর সম্পাদক মুহাম্মাদ রায়হানুল ইসলাম রুহিন, অর্থ সম্পাদক মুহাম্মাদ শাহ পরান, প্রচার সম্পাদক মুহাম্মদ কাওছার আহমেদ, দাওয়াহ্ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এইচ এম গোলাম রাব্বি, শিল্প ও বানিজ্য সম্পাদক আব্দুল্লাহ সা’দ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ মহসিন হাওলাদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আবুল কাশেম, উপ সম্পাদক মুহাম্মদ কাউসার ফরাজী, ইউসুফ নূর, আহমাদ আলী হাবিব।