
সোমবার (১লা জানুয়ারী) রাত ৯টায় মুগদা আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন মুগদা থানার মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি মুহাম্মাদ আবুল কাশেম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসানের সঞ্চালনায় এতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী মুহাম্মাদ ইব্রাহিম।
উক্ত মাসিক বৈঠকে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালীউল্লাহ তালুকদার।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন মুগদা থানার সহ-সভাপতি মুহাম্মাদ বেল্লাল গাজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম সবুজ পাটোয়ারী, দফতর সম্পাদক হাফেজ মুহাম্মাদ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মুহাম্মাদ নাসির উদ্দীন নাছির, প্রচার সম্পাদক মোঃ মামুন পাটোয়ারী, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহিম, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মাদ শামীম হুসাইন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মাদ নুর ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ আব্দুস ছামাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ দেলোয়ার হোসেন, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার নাদিম, উপ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসাইন, মুহাম্মাদ মাসুদ হোসেন।