
ই
সলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (১-৭জুলাই’২৪) দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৫ জুলাই) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন কদমতলী থানা শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর মার্কেটিং ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান প্রফেসর মুহাম্মাদ কাউসার হক।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কদমতলী (পূর্ব) থানা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এস এইচ সম্রাট হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা শাখার হাফেজ আহমেদ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দিন, ৬০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মাদ নেয়ামুতুল্লাহ, ৬১ নং ওয়ার্ড সহ-সভাপতি মুহাম্মাদ সজীব প্রমূখ।
উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ১লক্ষ বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করা হয়।