
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঘোষিত দাওয়াতী মাস কর্মসূচির আলোকে গতকাল (৪ নভেম্বর) বাদ এশা কদমতলীস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন কদমতলীর ৫৮নং ওয়ার্ড শাখার আয়োজনে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কদমতলীর ৫৮নং ওয়ার্ড শাখার সভাপতি সভাপতি মোঃ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দফতর সম্পাদক মুহাম্মাদ রায়হানুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘শুধু নেতার নয়, নীতিরও পরিবর্তন চাই’ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)-এর আহ্বানে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে আমরা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনসমূহে যোগদানের আহ্বান জানিয়ে আসছি। এতে আমরা ভালো সাড়া পাচ্ছি। পুরো নভেম্বর মাস জুড়ে আমাদের দাওয়াতী কার্যক্রম ও সদস্য সংগ্রহ কর্মসূচি চলবে।
উক্ত দাওয়াতী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা শাখার সভাপতি হাফেজ আহমদ আলী আল হাবিব। এ সময় অনেক যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরম পূরণ করে সংগঠনের পতাকাতলে যুক্ত হন।
দাওয়াতী সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা শাখার সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।