
বার্তা প্রেরক
মুহাম্মদ আলম হোসেন
আজ (১২ মে) শুক্রবার বাদ এশা কামরাঙ্গীরচরস্থ আলিনগর আব্দুল গাফফার মাদ্রাসা অডিটরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কামরাঙ্গীরচর থানা আওতাধীন ৫৬ নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় ওয়ার্ড পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন ৫৬নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ ইমন হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কামরাঙ্গীরচর থানা শাখার সভাপতি ডাঃ এহতেশাম হাওলাদার শাহীন।
এসময় প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আদর্শবান যুবকদের এগিয়ে আসতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় যুবকদের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ব্যানারে ঐক্যবদ্ধ হতে হবে।
উক্ত পরিচিত সভা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কামরাঙ্গীরচর থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কামরাঙ্গীরচর থানা শাখার সহ-সভাপতি মুফতি ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কামরাঙ্গীরচর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সজীব হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মাইনুদ্দিন বিন মুসলিম, মুহাম্মদ দ্বীন ইসলাম, মুহাম্মদ নাসরুল্লাহ লিটন, শাহাদাত হোসেন পলাশ, মুহাম্মদ মামুন প্রমুখ।