
চলমান রাজনৈতিক বাস্তবতায় যুবকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি এইচ. এম. কাওছার বাঙ্গালী।
আজ ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন সোহাগ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ্ তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে মুফতি এইচ. এম. কাওছার বাঙ্গালী বলেন, রাজনৈতিক সংকট সারাদেশে প্রকট হয়ে উঠেছে। অতএব চলমান রাজনৈতিক বাস্তবতায় আদর্শবান যুবকদের ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি।
১৫-২৯ ফেব্রুয়ারি আগত দাওয়াতী পক্ষ উপলক্ষে থানা ও ওয়ার্ড দায়িত্বশীলদের বিশেষ নির্দেশনা প্রদান কালে তিনি আরও বলেন, যুবকরা জাতির শক্তি। যদি তারা আদর্শবান হয়, তাহলে গোটা জাতি এর সুফল ভোগ করতে পারে। পক্ষান্তরে যুবসমাজ যদি আদর্শবিচ্যূত হয়ে পড়ে তাহলে সে জাতির ধ্বংস অনিবার্য হয়ে যায়। এজন্য আগত দাওয়াতী পক্ষে দেশব্যাপী ব্যাপক উৎসাহে কাজে ঝাপিয়ে পড়তে হবে। নববী আদর্শের পাল্লা ভারি করতে হবে।
প্রধান অতিথি আরও বলেন, যুবকদের বিপুল শক্তি ও উদ্দীপনা থাকে, এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা ঢাকা মহানগর দক্ষিণের কাছে অনেক প্রত্যাশা রাখি, তোমাদেরকে তা পূরণ করতে ধৈর্য্য, কর্ম উদ্দীপনা ও মুরব্বিদের নির্দেশনা মোতাবেক অগ্রসর হতে হবে। বড়দের সিদ্ধান্তের ভেতরে খায়ের ও বারাকাহ থাকে, সবসময় তা মেনে চলতে সচেষ্ট থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতী শওকত উসমান, সাংগঠনিক সম্পাদক কে এম নাসির উদ্দিন, দফতর সম্পাদক মুহাম্মাদ তসলিম উদ্দিন রুবেল, অর্থ সম্পাদক মুহাম্মাদ শাহ পরান, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, দাওয়াহ্ ও প্রশিক্ষণ সম্পাদক কৃষিবিদ মুহাম্মাদ নাজমুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ কাউসার আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ রায়হানুল ইসলাম, শিল্প ও বানিজ্য সম্পাদক হাফেজ ক্বারি মাওলানা মুহাম্মাদ মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এইচ এম গোলাম রাব্বি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আবুল কাশেম, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আনোয়ার হোসেন, উপ-সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ সা’দ, মুহাম্মাদ মহাসিন হাওলাদার প্রমুখ।