ডেমরায় ইসলামী যুব আন্দোলনের দাওয়াতী সভা অনুষ্ঠিত

ডেমরায় ইসলামী যুব আন্দোলনের দাওয়াতী সভা অনুষ্ঠিত

থানা কার্যক্রম

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন ডেমরা থানা শাখায় কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাস কর্মসূচির আলোকে গতকাল (২ নভেম্বর) বাঁশের পোল গ্রিন চিলি রেস্টুরেন্ট দিনব্যাপী দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলনের ডেমরা থানা শাখা সভাপতি যুব নেতা মনিরুস সালেহীন এর নেতৃত্বে এ কর্মসূচিতে বিপুল সংখ্যক যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরম পূরণ করে সংগঠনের পতাকাতলে যুক্ত হন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সংগ্রামী সহ সভাপতি মুফতি মুফতী শওকত উসমান।

এ সময় প্রধান অতিথি বলেন, ‘শুধু নেতার নয়, নীতিরও পরিবর্তন চাই’ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)-এর আহ্বানে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে আমরা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনসমূহে যোগদানের আহ্বান জানিয়ে আসছি। এতে আমরা ভালো সাড়া পাচ্ছি। পুরো নভেম্বর মাস জুড়ে আমাদের দাওয়াতী কার্যক্রম ও সদস্য সংগ্রহ কর্মসূচি চলবে।

এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা দক্ষিণের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশীদ আনসারী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ডেমরা থানার সংগ্রামী সহ-সভাপতি মাওলানা আবু উবায়দা, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মজিদ খান প্রমূখ।