
রাজধানীর ডেমরার কোনাপাড়া স্ট্যান্ড হইতে ফার্মের মোড় প্রধান সড়কের বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা সংস্কার করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন ৬৪নং ওয়ার্ড শাখার নেতাকর্মীরা। কোনাপাড়া স্ট্যান্ড হইতে ফার্মের মোড় পর্যন্ত রাস্তায় বিভিন্ন জায়গায় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে প্রায়ই ঘটতো দূর্ঘটনা। তাই বাধ্য হয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সংস্কারকাজ শুরু করেন।
আজ (১৭ জুলাই) সোমবার পিকআপে করে সংস্কার উপকরণ এনে ভাঙা রাস্তা সংস্কার করছে তারা। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখা আওতাধীন ৬৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় এ কাজ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখার সাধারন সম্পাদক আব্দুল মজিদ খান (শাওন), ৬৪নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক মাওলানা আকরাম হোসাইন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক ইমরান মোল্লা,প্রচার সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক আবুল হাশেম প্রমূখ।