দেশের মানুষ এখনও স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি: কে এম নাসির উদ্দিন

দেশের মানুষ এখনও স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি: কে এম নাসির উদ্দিন

থানা কার্যক্রম

বার্তা প্রেরক: মুহাম্মাদ মুসা


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর সাংগঠনিক সম্পাদক কে এম নাসির উদ্দিন বলেছেন, স্বাধীনতার আজ ৫৩ বছর অতিক্রম হয়ে গেল কিন্তু আজও আমরা স্বাধীনতা পায়নি।

আজ (২৯ মার্চ) ডেমরা স্টাফ কোয়ার্টারস্থ গ্রান্ড লজিজ রেস্টুরেন্টে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখার সহ-সভাপতি মুফতী আবু উবাইদা উজানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মজিদ খান শাওন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি আরও বলেন, আজও আমরা পরাধীন, সমাজ ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত অন্যায় অবিচারে লিপ্ত এভাবে আরো ৫০ বছর গেলেও আমরা পরিপূর্ণ স্বাধীনতার সুফল পাব না সুতরাং আমরা যদি সত্যিকারের স্বাধীনতা চাই তাহলে অবশ্যই ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প কিছু নেই। তাই আসুন সকলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ছায়াতলে সম্পৃক্ত হয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার সর্বোচ্চ চেস্টা চালিয়ে যাই।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন ডেমরা থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ রিদওয়ান আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুসাইন আদনান, অর্থ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মুহাম্মাদ মুসাসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।