
ই
সলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (১-৭জুলাই’২৪) দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৫ জুলাই) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন মতিঝিল থানা শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতী শওকত উসমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ্ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ তসলিম উদ্দিন রুবেল, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ হাসানুজ্জামান হিমেল, দাওয়াহ্ ও প্রশিক্ষণ সম্পাদক কৃষিবিদ মুহাম্মাদ নাজমুল ইসলাম ও মতিঝিল থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ১লক্ষ বৃক্ষরোপন কর্মসূচি ঘোষণা করা হয়।