
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন মুগদা থানা শাখায় কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাস কর্মসূচির আলোকে গতকাল (৪ নভেম্বর) বাদ এশা মুগদাস্থ আইএবি মিলনায়তনে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলনের মুগদা থানা শাখা সভাপতি মুহাম্মাদ আবুল কাশেম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুগদা থানা শাখার সভাপতি হাজী মুহাম্মাদ হানিফ সিকদার।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘শুধু নেতার নয়, নীতিরও পরিবর্তন চাই’ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)-এর আহ্বানে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে আমরা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনসমূহে যোগদানের আহ্বান জানিয়ে আসছি। এতে আমরা ভালো সাড়া পাচ্ছি। পুরো নভেম্বর মাস জুড়ে আমাদের দাওয়াতী কার্যক্রম ও সদস্য সংগ্রহ কর্মসূচি চলবে।
এ কর্মসূচিতে অনেক যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরম পূরণ করে সংগঠনের পতাকাতলে যুক্ত হন।
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুগদা থানা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল আউয়াল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুগদা থানা শাখার দফতর সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসাইন, অর্থ সম্পাদক মুহাম্মাদ শামীম হুসাইন, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মাদ নাছিম উদ্দিন নাসির, মহিলা ও পরিবার সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মাদ খায়রুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং ওয়ার্ডের সহ-সভাপতি মুহাম্মাদ সবুজ সিকদার, ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল-সহ প্রমূখ।