
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঘোষিত দাওয়াতী মাস কর্মসূচির আলোকে গতকাল (৬ নভেম্বর) দিনব্যাপী মুগদার বিভিন্ন স্থানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন মুগদা থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ বেল্লাল গাজীর নেতৃত্বে গ্রুপভিত্তিক দাওয়াতী কর্মসূচি পালন করা হয়।
এসময়, যুবকদেরকে উদ্দেশ্য করে চরমোনাইর বাৎসরিক মাহফিল ও সংগঠনের নীতি ও আদর্শের দাওয়াত তুলে ধরা হয় এবং অনেক যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরম পূরণ করে সংগঠনের পতাকাতলে যুক্ত হন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুগদা থানা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ নুরে আলম রাজিব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুগদা থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান, অর্থ সম্পাদক মুহাম্মাদ শামীম হুসাইন, সদস্য মুহাম্মাদ রুবেল ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।