
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঘোষিত দাওয়াতী মাস কর্মসূচির আলোকে গতকাল (৪ নভেম্বর) বাদ এশা যাত্রবাড়ীর কাজলাস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন যাত্রাবাড়ী থানা শাখার আয়োজনে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি মুফতী শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম নাসির উদ্দিন।
উক্ত দাওয়াতী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এইচ এম গোলাম রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা নেছার উদ্দিন হুজাইফ।
এ সময় অনেক যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরম পূরণ করে সংগঠনের পতাকাতলে যুক্ত হন।
দাওয়াতী সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ী থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম বাবুল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ী থানা শাখার সহ সভাপতি শামিম হোসাইন, সাধারণ সম্পাদক নাঈমুর রহমান নীরব ও থানা এবং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।