শোভাযাত্রা করার নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের অমানবিক কাজ : মুফতী মানসুর আহমদ সাকী

শোভাযাত্রা করার নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের অমানবিক কাজ : মুফতী মানসুর আহমদ সাকী

থানা কার্যক্রম

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী বলেছেন, নববর্ষ উপলক্ষে বাধ্যতামূলক র‌্যালী বা মঙ্গল শোভাযাত্রা করার নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের একটি অমানবিক কাজ।

আজ (১৩ এপ্রিল) ডেমরা ৬৬ নং ওয়ার্ড বড় ভাংগা বোর্ড মিলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন ডেমরা থানা শাখা আয়োজিত জাতীয় সংকট নিরশনে মাহে রমজানের শিক্ষা” শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রমজান মাসে বড়দের সাথে শিশু-কিশোররাও সিয়াম সাধনা করছে। একইসঙ্গে দেশজুড়ে বইছে তীব্র তাপদাহ। এই তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের সাবধানে থাকতে বলেছেন চিকিৎসকরা। কিন্তু আশ্চর্যজনকভাবে সরকারি এ প্রজ্ঞাপনে বাধ্যতামূলকভাবে র‌্যালী বের করতে বলেছে, যা মন্ত্রণালয়ের চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এটা শিশু নির্যাতনেরও শামিল।

তিনি এ নির্দেশনার তীব্র প্রতিবাদ জানিয়েছে আরও বলেন, বাংলা নববর্ষের উৎপত্তি ও বিকাশ মুসলমানদের হাত ধরেই। আবহমানকাল ধরে বাংলা নববর্ষ উদযাপনে এ অঞ্চলের মুসলমানরা এমন কোন রীতি অনুসরণ করেনি যা ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। কিন্তু গত কয়েক দশক ধরে পহেলা বৈশাখকে কেন্দ্র করে এ অঞ্চলের মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে চলছে বিজাতীয় আগ্রাসন। মঙ্গল শোভাযাত্রা নামে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও চেতনা পরিপন্থি অনুষ্ঠান সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার ঘৃণ্য অপচেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর। আমরা অবিলম্বে এ প্রজ্ঞাপন বাতিল করার জোর দাবি জানাচ্ছি। পবিত্র রমজান মাসে মুসলমানদের তাহজীব তামাদ্দুনের উপর কোনরকম আঘাত তাওহীদি জনতা সহ্য করবে না ইনশাআল্লাহ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখার সভাপতি মোহাম্মদ মনিরুস সালেহীনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতী শওকত উসমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) হাফেজ সৈয়দ মোঃ ওমর ফারুক।

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ রিদওয়ান আহমাদ, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।