
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার উদ্যোগে গতকাল (১ নভেম্বর) শুক্রবার বাদ এশা দোলাইপাড় ফেরদৌস সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা আমীর আল্লামা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করিম (পীর সাহেব চরমোনাই) রহ. রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা ও দাওয়াতী মাস উদ্বোধন করা হয়েছে।
শাখার সভাপতি মুহাম্মাদ আরিফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাইনুদ্দিন মাদানীর পরিচালনায় আলোচনা সভা ও দাওয়াতী মাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য প্রিন্সিপাল অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি শওকত উসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন শ্যামপুর থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুনায়েদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫১নং ওয়ার্ড শাখার সভাপতি জনাব নুরুল হক।
এছাড়া উপস্থিত ছিলে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ শহিদুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাইদুল ইসলামসহ ওয়ার্ড ও থানা শাখার দায়িত্বশীলবৃন্দ।